‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্যে রোববার (২৬ জানুয়ারি) গাজীপুর সিভিল সার্জন অফিস আয়োজিত দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিভিল সার্জন অফিস হলরুমে সিভিল সার্জন ডা. মাহমুদা আখতারের সভাপতিত্বে বিশ্ব কুষ্ঠ দিবসের বণাঢ়্য র্যালি আলোচনা সভা ও কুষ্ঠ রোগীদের কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্ঠ মৃদুসংক্রামক একটি রোগ ইহা মাইকোব্যাক্টারিয়াম লেপ্রী নামক জীবানু দ্বারা হয়, প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে বিকলাঙ্গতাহীন অবস্থায় রোগ সম্পন্ন ভাল হয়, তবে কুষ্ঠ রোগের লক্ষণ হচ্ছে হালকা ফ্যাকাশে রং এর দাগ যাহা অনুভুতিহীন কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।
দেশের সব জেলা উপজেলা ও সরকারি হাসপাতালসহ এবং এনজিও ক্লিনিকে এ রোগের চিকিৎসা বিনামুল্যে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম. ডা. জেসন নব কর্মকার, টেকনিক্যাল সার্পোট অফিসার মি. সমুয়েল সরকার, ফিল্ড ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায় প্রমুখ।
পরে বিকেলে মারিয়ালিতে ডিবিএল গ্রুপ ফ্ল্যামিঙ্গো ফ্যাশনস লিমিটেড গার্মেন্টসের এজিএম রেজাউল করিমের সভাপতিত্বে গার্মেন্টসে কর্মকতা ও কর্মীদের উপস্থিতিতে আলোচনা ও সার্ভে অনুষ্ঠিত হয়।
টিএইচ